করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিশ্বকাপে ফের অঘটন!

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক:
এ বারের ফুটবল বিশ্বকাপে আবার অঘটন। মরক্কোর কাছে ০-২ গোলে হেরে গেল বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে মরক্কোর হয়ে গোল দু’টি করেন আব্দেল হামিদ সাবিরি ও জাকারিয়া আবৌখলাল। প্রথমার্ধে মরক্কোর একটি গোল বাতিল হয়।
নইলে লজ্জা আরও বাড়তো বেলজিয়ামের।

বিশ্বকাপের গ্রুপ পর্বে এর আগে কখনো আফ্রিকান দেশের বিপক্ষে হারেনি বেলজিয়াম। হারেনি প্রথম রাউন্ডে খেলা নিজেদের শেষ ৮ ম্যাচেই। কিন্তু বিশ্বকাপে নিজেদের ৫০তম ম্যাচটিতে ভেঙে গেল অপরাজেয় ধারা।
আজ মরক্কোর কাছে ২-০ গোলে হেরে গেছে গতবারের সেমিফাইনালিস্টরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা দলটি আফ্রিকার পরাশক্তি মরক্কোর কাছে ২-০ গোলে হেরে বিপাকে পড়েছে।

মরক্কোর হয়ে গোলদুটি এসেছে আব্দুলহামিদ সাবিরি ও জাকারিয়া আবুখলালের কাছ থেকে।

কানাডার বিপক্ষে জিতলেও ফেবারিট তকমা নিয়ে কাতারে পা দেয়া বেলজিয়াম সেরা ছন্দে ছিল না।
আশা করা হচ্ছিল মরক্কোর বিপক্ষে হয়ত নিজেদের ফিরে পাবে তারা। কিন্তু কিসের কি, উল্টো আফ্রিকার দেশটির বিপক্ষে হেরে বসেছে ডি ব্রুইনারা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ