রবিবার, ১১ মে ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:
সবশেষ টি-টোয়েন্টিতে বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক নিকোলাস পুরান। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছরের মে মাসে কাইরন পোলার্ডের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়কত্ব পেয়েছিলেন পুরান। পূর্ণমেয়াদে তিনি অধিনায়ক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ১৫ ওয়ানডেতে ৪টি এবং সমান টি-টোয়েন্টিতেও ৪টি ম্যাচে জয় পায়।
ব্যর্থতার ষোলোকলা পূরণ হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মতো দলের কাছে হেরে প্রথমপর্ব থেকেই বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নেতৃত্ব ছাড়ার বিষয়ে পুরান বলেন, ‘অনেক ভেবেচিন্তেই আমি নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের ভীষণ হতাশাজনক গেছে।
আমি দায়িত্ব নিয়েছিলাম গর্ব এবং উদ্যমের সঙ্গে। বছরজুড়ে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের মতো করে হয়নি। ‘
পুরান আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, দল এবং আমার জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের সাদা বলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়াটাই ভালো হবে।
আমি একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য অবদান রাখায় মনোযোগী হতে চাই। ‘