‘শোয়াইব’ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণ যে কিনা সৃষ্টিকর্তাকে ভালবেসে ইমামতিকে পেশা হিসেবে গ্রহন করে। সেই তরুণ দেশকে ভালবেসে, দেশের বৃহত্তর স্বার্থে স্ত্রী ‘নুসাইবা’র তীব্র ভালবাসাকে উপেক্ষা করে মহান মুক্তিযুদ্বে অংশগ্রহন করে বীরদর্পে যুদ্ব করে। কিন্তু তাকে পেতে হয় যুদ্বাপরাধীর ট্যাগ! জীবনের শেষ সন্ধিক্ষণে ফাঁসিতে ঝুলতে হয় তাকে। কিন্তু কেন? কি তার কারণ? এটার নেপথ্যে কেউ আছে?