• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জৈন্তাপুরে আ’লীগ ২, বিএনপি ২, সতন্ত্র ২টিতে বিজয়ী

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :দলীয় প্রতিকে তৃতীয় ধাপে প্রথম বারের মত জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন ৫৬টি ভোট কেন্দ্রে ব্যাপক ভোটারের উপস্থিতিতে এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ৬টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে৷ নির্বাচনে আওয়ামীলীগ ২টি, বিএনপি ২টি ও সতন্ত্র ২টি ইউনিয়নে নির্বাচিত হয়েছে৷

১নং নিজপাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মঞ্জুর এলাহী সম্রাট নৌকা প্রতীক নিয়ে ৫৮২৪ ভোট বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইন্তাজ অালী ধানের শীষ প্রতীক নিয়ে ৩৯৮১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

২নং জৈন্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মোঃ এখলাছুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৫০৫৭ ভোটে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানেরশীষ প্রতীক নিয়ে ৪০৫০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
৩নং চারিকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহ অালম চৌধুরী তোফায়েল অানারস প্রতীক নিয়ে  ৩৮৫৩ বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলতান করিম ঘোড়া প্রতীক নিয়ে ৩০৯৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

৪নং দরবস্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী বাহারুল অালম বাহার ধানের শীষ প্রতীক নিয়ে ৮১৫৬ বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল আহমদ নৌকা প্রতীক নিয়ে ৬৮৮৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

৫নং ফতেহপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মোঃ আব্দুর রশিদ ধানেরশীষ প্রতীক নিয়ে ৫৩৮৩ বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রফিক আহমদ নৌকা প্রতীক নিয়ে ৩০০৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

৬নং চিকনাগুল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আমিনুর রশিদ আনারস প্রতীক নিয়ে ৪২৮৬ বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে এবিএম জাকারিয়া ৩৪০০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে৷

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ