করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

‘ভারতের মাটিতে বিশ্বকাপ জিতবে পাকিস্তান’

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক :
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের বাইরেও খেলেছেন পাকিস্তান ও ভারতের সাবেক তারকারা। দুই দলের ব্যর্থতা নিয়ে তারা বিষবাষ্প ছড়িয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এসব বক্তব্যে বর্তমান ক্রিকেটাররাও পাল্টা জবাব দিয়েছেন।

সব মিলিয়ে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারত-পাকিস্তান ক্রিকেটে উত্তেজনা চলছেই।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ১০ উইকেটে নাস্তানাবুদ হওয়ার পর রোহিত-কোহলিদের খোঁচা দিতে ভোলেননি পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।

পরের ম্যাচেই ফাইনালে সেই ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হারের পর পাল্টা জবাবও পেয়েছেন শোয়েব।

এমন আবহে বাবর আজমদের মাথা উঁচু করেই রাখতে চাইছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

ভারতের মাটিতে হতে যাওয়া পরের বিশ্বকাপে বাবর আজমরা খালি হাতে ফিরবেন না বলে আশাবাদী শোয়েব।

সেই বিশ্বকাপ হওয়ার এক বছর আগেই পাকিস্তান দল নিয়ে ভবিষ্যদ্বাণী করে বসলেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় শোয়েব বলেন, ‘পাকিস্তান দল দারুণ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছে। আমাদের বোলিং পুরো বিশ্বকাপেই ভালো করেছে। বাবররা ফাইনালের খেলার যোগ্য দল। দল হেরেছে, কষ্ট পেয়েছি, হতাশ হয়েছি। কিন্তু আমি পাকিস্তান দলের পাশে আছি। কোনো চিন্তা নেই। আমরা ভারতের মাটিতে বিশ্বকাপ জিতব।’

ম্যাচে পায়ের চোটের কারণে নিজের বোলিং শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানের পেস আক্রমণের মূল অস্ত্র শাহিন শাহ আফ্রিদি।

শোয়েবের দৃষ্টিতে আফ্রিদির চোটই ম্যাচের টার্নিং পয়েন্ট। সাবেক স্পিডস্টার বললেন, ‘শাহিনের চোটে পড়াটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। তবু যা হয়েছে, সেটিকে আমি ভালোই বলব। আমাদের মাথা নিচু করা উচিত হবে না।’

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ