করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে সাংবাদিক নাছিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে একদল সন্ত্রাসীর হামলায় সাংবাদিক আজিজুল হক নাসির গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকাল ৪টায় চুনারুঘাট পৌর শহরের প্রাইমফুডের সামনে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, ঘটনার দিন বিকাল ৩টায় সাংবাদিক নাসিরকে অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন দেয় এক ব্যক্তি। ফোনের এক ঘন্টার পর পৌর শহরের খোরশেদ আলীর ছেলে রহমত আলী ও নুর আলী সহ একদল দুর্বৃত্তরা একটি মিষ্টির দোকানে দেশী লাঠি দিয়ে বেধরক মারপিট শুরু করে।

চুনারুঘাটের ছাত্রলীগ নেতা বিল্লাল আহমেদ ও টু স্টার এর মালিক শফিক মিয়া তাকে মারধর দেখে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ছাত্রলীগ নেতা শাহজাহান সামী আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।

এদিকে এ ঘটনার পরে চুনারুঘাটের কর্মরত সাংবাদিকরা এক প্রতিবাদ সভার ডাক দেন। সভায় সাংবাদিক নাছিরের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করার সিদ্ধান্ত হয়। পরে ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন-চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহম্মাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, যুগ্ন-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাহিত্য সম্পাদক এসএম সুলতান খান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক ফারুক মাহমুদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর জোবায়ের আলম, সাংবাদিক নুর উদ্দিন সুমন সহ অনেকই।

এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইন-চার্জ শেখ নাজমুল হক জানান, অপরাধী যে হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। তিনি আরও বলেন, একজন সাংবাদিকের উপর হামলা এটা খুবই দুঃখজনক। তিনি আসামীদের দ্রুত গ্রেফতার করবেন বলেন সাংবাদিকদের আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ