করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মিছিল-স্লোগানে মুখরিত বরিশালের বঙ্গবন্ধু উদ্যান

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২

করাঙ্গীনিউজ:
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে মিছিল-শ্লোগানে মুখর বঙ্গবন্ধু উদ্যান। এর আগে থেকে যারা মাঠে অবস্থান করছিলেন এবং আজ যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, তারা খণ্ড খণ্ড মিছিল করে মাতিয়ে রাখছেন নেতাকর্মীদের। মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসছেন বিভিন্ন এলাকার নেতাকর্মী।

শনিবার ভোরের আলো ফুটতেই মিছিল-শ্লোগানে মুখরিত বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান।
দুই দিন ধরে মাঠে অবস্থান নিয়ে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের চাঙ্গা করতে খণ্ড খণ্ড মিছিল করছে বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকাল ৭টার পর থেকেই একের পর এক মিছিল আসছে বঙ্গবন্ধু উদ্যানে। মাঠের বাইরে অবস্থানকারী নেতাকর্মীরাও দলে দলে মিছিল নিয়ে আসছেন সমাবেশস্থলে। মিছিল থেকে সরকারবিরোধী নানা শ্লোগান দেন তারা।

আজকের গণসমাবেশ থেকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ইভিএম বাতিল ও বেগম জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা কর্মসূচি প্রত্যাশা করেন তৃণমূল নেতাকর্মীরা।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের এক সপ্তাহ বা ১০ দিন আগে অবস্থান নিয়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করার কথা বলেন তারা। বরিশালের সমাবেশে আসতে পথে পথে বাধা-হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ