শনিবার, ১০ মে ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদক ব্যবসায়ীদের দ্বারা হামলার শিকার হয়েছেন সাংবাদিক আজিজুল হক নাসির।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এঘটনাটি ঘটে।
আহত সাংবাদিক নাসির উপজেলা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি।
এ সময় হামলাকারীরা নাসিরের মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু হাসপাতালে নাসিরকে দেখতে যান।
সূত্রে জানা যায়- ইদানিং রহমত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির সংশ্লিষ্টতা রয়েছে অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।