রবিবার, ১১ মে ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, উপজেলার শমশেরনগর ইউনিয়নের দেওছড়া চা বাগানের বালিরঘাট এলাকায় বুধবার (২১ আগষ্ট) বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশে এএসআই হামিদুর রহমান ও এএসআই আয়েছ মাহমুদ সহ পুলিশের একটি দল ৫০০ গ্রাম গাঁজাসহ শমশেরনগর ইউনিয়নের ইটারঘাট গ্রামের মৃত সাজিদুর রহমানের ছেলে মো: রুহুল আমিন (২৫)ও একই ইউনিয়নের মানগাঁও গ্রামের আসাদুর রহমানের ছেলে জুনায়িদ মিয়া (২৩) কে আটক করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেন।