করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

করাঙ্গীনিউজ ডেস্ক:
ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। আজ মঙ্গলবার দেশটির রাজা তৃতীয় চার্লস তাকে সরকারের গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, গত দুই শতাব্দীর মধ্যে ঋষি ব্রিটেনের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। গত ৫ সেপ্টেম্বর বরিস জনসন প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে যান।
এরপর ক্ষমতাগ্রহণ করেন লিজ ট্রাস। অক্টোবরে এসে প্রধানমন্ত্রী হলেন সাবেক অর্থমন্ত্রী ঋষি। এর ফলে একই বছর তিনজন প্রধানমন্ত্রীকে পেয়েছে ব্রিটিশরা।

গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লিজ ট্রাসের কাছে হেরে যান ঋষি।
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় ক্ষমতাগ্রহণের ছয় সপ্তাহের মাথায় পদত্যাগের ঘোষণা দেন লিজ। এরপর ঋষি আবারও প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামেন। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ