করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে ‘বিসিসি’ প্লেয়ার হান্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচং ক্রিকেট ক্লাবের উদ্যোগে ‘বিসিসি’ প্লেয়ার হান্ট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন বিসিসির প্রতিষ্ঠাকালীন সভাপতি স্মৃতি চ্যাটার্জি কাজল। সভাপতিত্ব করেন বিসিসির সভাপতি মনিরুল আলম ইকবাল হোসেন খান মনি।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ইশতেয়াক হোসেন লেমনের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফজল উল্লাহ খান, সহকারি অধ্যাপক আব্দুল আহাদ খান, বিসিসির সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবলু,সাবেক ক্রিকেটার প্রভাষক শংকর বিশ্বাস, আশরাফ হোসেন খান সুমন, নকিব ফজলে রকিব মাখন, মোহাম্মদ আসাদ খান, প্রতিষ্ঠাতা সদস্য ও বিসিসির সাবেক অধিনায়ক অপূর্ব ভট্টাচার্য অপু ও শেখ রায়হান আহমেদ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,বিসিসি’র সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, সহসাধারণ সম্পাদক কাওছার আহমদ, রুবেল মিয়া ও কয়েছ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল আহমেদ, মোঃ হারুন বিশ্বাস, আজিজুল ইসলাম খান বাবু ও মোঃ রুবেল খান,

কার্যকরি নির্বাহী কমিটির সদস্য মোঃ আবুল কাশেম আহমদ,সৈয়দ মিজান উদ্দিন পলাশ,নওশের ফজলে কায়েস ফুয়াদ, আজমালুল করিম আজমল,লুৎফুর রহমান,সাহিদুর রহমান ও সাকিব খান প্রমূখ। উদ্বোধনী ম্যাচে ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের আজিজুল একাদশকে ২ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের রুবেল একাদশ । টসে হেরে প্রথমে ব্যাট করে আজিজুল একাদশ সব-কটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। আজিজুল একাদশের এমদাদ ২৯ ও সাজিম ২৭ রান সংগ্রহ করেন।

রুবেল একাদশের সজল ৩টি, জীবন,তান্না ও নিজাম ২টি করে উইকেট লাভ করেন। জবাবে রুবেল একাদশ শুরুতে ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও দলের তারকা অলরাউন্ডার তান্নার ৬০ ও সুমেল,মুর্শেদ এবং বাপ্পির দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ ওভার বাকি থাকতেই ২ উইকেটে জয়লাভ করে। আজিজুল একাদশের আলমগীর ৩টি উইকেট লাভ করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের তান্না।

আম্পায়ারের দায়িত্ব পালন করেন বানিয়াচং ক্রিকেট ক্লাবের কোষাধ্যক্ষ আকবর আখঞ্জী জুনেদ ও তথ্য ও প্রচার সম্পাদক সৈয়দ সুহেল রানা। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি শেখ তানভীর হোসাইন পলাশ,ক্লাবের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মোফাজ্জল হোসেন ফয়সল ও শহীদ আলী আখঞ্জী।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ