রবিবার, ১১ মে ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ শুরুর দুদিন আগে পাকিস্তানের মূল দলে ফেরানো হলো তারকা ওপেনার ফখর জামানকে। চোটের কারণে তিনি রিজার্ভ দলে ছিলেন।
গত এশিয়া কাপের ফাইনালে হাঁটুতে চোট পান ফখর। চোট তো ছিলই, সঙ্গে এ বছর ফর্মটাও ভালো যাচ্ছিল না ফখরের। চলতি বছর ৭ ম্যাচ খেলে ১৩.৭১ গড়ে রান করেছেন মাত্র ৯৬। এশিয়া কাপেও ব্যর্থ হয়েছেন।
ফখর ব্যাট হাতে ততটা ধারাবাহিক না হলেও ইনিংসের শুরু থেকেই ব্যাট চালাতে পারেন। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৭১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফখর জামান।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ফখর জামান।
রিজার্ভ: উসমান কাদির, মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ দাহানি।