সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
করাঙ্গীনিউজ:
তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছে বিএনপি।
রোববার (২ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে
এ মতবিনিময় সভা শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সভায় জেলা ও মহানগর বিএনপি সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্যসচিব উপস্থিত রয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি, বিএনপি সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য তারিকুল আলাম তেনজিং ও সাত্তার পাটোয়ারী।
জানা যায়, আগামী আন্দোলন সংগ্রামের প্রস্তুতির জন্য তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রাখবে বিএনপি। বাস্তবতার নিরিখে অভিজ্ঞতা, মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।