• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে লাইনম্যানের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় কাঠের খুঁটি থেকে পড়ে গিয়ে আবু হাসান (৪৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

 

তিনি জামালপুর জেলার শ্রীরামপুর উপজেলার ভেড়াপাথালিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীসহ একাধিক সূত্র জানায়, শনিবার  সকালে উপজেলা সদরের মহদিকোণা এলাকায় ঝড়ে বিধ্বস্ত বৈদ্যুতিক লাইন মেরামত করতে যান লাইনম্যান (জেড-১) আবু হাসান। ওই এলাকায় একটি খুঁটিতে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত নীচে পড়ে যান।

 

উপস্থিত অন্যান্য বিদ্যুতকর্মী ও এলাকার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

মর্মান্তিক মৃত্যুতে বিদ্যুত বিভাগসহ স্থানীয় গ্রাহকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত আবু হাসান এক ছেলে ও এক মেয়ের জনক বলে জানা গেছে।

 
এদিকে শনিবার দুপুর ২.১৫ মিনিটে পল্লী বিদ্যুত অফিস সংলগ্ন বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 

 

এরপর তাকে মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির শ্রীমঙ্গল কার্যালয়ে পাঠানো হচ্ছে। পরবর্তীতে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির বড়লেখা জোনাল অফিসের ডিজিএম নীলমাধব বণিক।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ