করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে ডিবি ছব্দবেশে অপহরণ করে ছিনতাই,গ্রেফতার ৩

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
মাধবপুর প্রতিনিধি: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর থেকে সাড়ে ৬ লক্ষাধিক টাকাসহ স্কুল শিক্ষককে অপহরণের ঘটনায় ৩ অপহরণকারীসহ ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ ৫ দিন মাধবপুর থানার পুলিশ রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আকরম আলীর ছেলে

মোঃ হাসান (২৫), বগুড়া জেলার দুপচাঁচিয়ার থানার মৃত মঈনুল ইসলামের মেয়ে মিনি বেগম (২৮), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন(৪৪)কে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার সাভার এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা ঢাকা মেট্রো- চ ৫৬-১৮২৯ নাম্বারের গাড়ীটি জব্দ করে। ঘটনার বিবরণে জানা যায় গত ০১ সেপ্টেম্বর দুপুর অনুমান ০১.৪০ ঘটকার সময় উত্তর সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরবিন্দু রায় (৪৭) কে মাধবপুর থানাধীন মাওলানা আছাদ আলী ডিগ্রীকলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক হইতে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাকে অহরণ করত: নগদ ৬, লক্ষ ৮৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনাইয়া নিয়ে মাইক্রোবাস যোগে নরসিংদী থানাধীন পাঁচধুনা নামক স্থানে তাকে নামিয়ে দেয়। এ বিষয়ে থানায় অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হলে তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক চন্দ্র দেব সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায়  সাড়াশি অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করে। ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল উদ্ধারসহ ছিনতাই কাজে জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ