শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাস্ট্র থেকে: মিশিগানে বসবাসরত কর্মক্লান্ত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের একটু মানসিক প্রশান্তি দেয়া ও আনন্দ উল্লাসে মাতিয়ে তোলার লক্ষ্য নিয়ে হবিগঞ্জ সদর সমিতি, মিশিগানের পক্ষ থেকে প্রথমবারের মতো এক জমকালো বনভে|জনের আযোজন করা হয়েছে | আগামী ২১ আগস্ট দুপুর ২ টায় ওয়ারেন মিলার পার্ক,মিলার প্যাভিলিয়ন,১৪৫০০,মেসনিক,মিশিগান ৪৮০৯৩ এ এই বনভে|জন অনুষ্ঠিত হবে. এতে শিশু ও মহিলাদের জন্য রয়েছে প্রাণবন্ত খেলা ও আকর্ষণীয় পুরস্কার. এই বনভে|জনে সংশ্লিষ্ট সদরভুক্ত ভাই-বোনরা উপস্থিত হয়ে এহেন উদ্দ্যেগকে প্রাণবন্ত করে তোলার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট সমিতির আহবায়ক আমিনুর রশিদ কাপ্তান ও সদস্য সচিব লুৎফুর রহমান সেলু.এদিকে উক্ত আযোজন সফল করতে আজ ১৪ আগস্ট রবিবার বিকেলে সংশ্লিষ্ট সমিতির নেতৃবৃন্দ হেমট্রামিকে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং তৎসংশ্লিষ্ট নানা সিদ্ধান্ত গ্রহণ করেন।