করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচঙ্গের ১৩ ইউপিতে শান্তিপূর্ণ ভোট

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

বানিয়চঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ ভোট চলছে।

 

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে এ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার সবার মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। নির্বাচনকে জনপ্রিয়তার লড়াই বলে মনে করছে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। এদিকে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে প্রশাসন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।

সবকটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা ও বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিয়েছেন। আওয়ামী লীগ ১৪ ও বিএনপির ৬ বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ৪ জন, খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি ২, জমিয়তে ওলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকে ২ ও স্বতন্ত্র ২১ প্রার্থীসহ চেয়ারম্যান পদে মোট ৭২ প্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৫৩৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭১ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৩টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৯০ হাজার ৭৬৫ জন। নারী ভোটার ৯৫ হাজার ৮৬২ ও পুরুষ ভোটার ৯৪ হাজার ৯০৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২১টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৮৩টি।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান- নির্বাচনী মাঠে রয়েছেন ৮শ’ পুলিশ সদস্য। প্রতি ভোট কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য ও ১ জন অফিসারসহ ১৫ থেকে ২০ জন আনসার সদস্য নিরাপত্তায় রয়েছে। পুলিশের ৩টি মোবাইল ও ১টি স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। প্রতি ইউনিয়নে ১ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের ২টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স রয়েছে। একই সঙ্গে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তদারকিতে মাঠে রয়েছেন।

ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের সব ব্যবস্থা করা হয়েছে। ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন- নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিন।

উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীনের কাছে নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- এখন পর্যন্ত পরিবেশ সুন্দর রয়েছে। গুরুতর কোনো অভিযোগ নেই। তবে উপজেলা সদরের ১টি ইউনিয়নসহ প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি ইউনিয়নে বিএনপি কর্মী-সমর্থককে হালকা হুমকি দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর কিছু কর্মী-সমর্থক। লিখিত নয়, বিএনপি কর্মী-সমর্থকরা তার কাছে মৌখিকভাবে এ অভিযোগ জানিয়েছেন। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, তারা যেন নিরপেক্ষ ভূমিকা রাখে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান বলেছেন, আওয়ামী লীগ চায় এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। জনগণ তাদের পছন্দেরপ্রার্থীকে ভোট প্রদান করুক। হুমকির বিষয়টি বিএনপি মিথ্যাচার করেছে।

ইউনিয়নওয়ারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বানিয়াচঙ্গ সদর উত্তর-পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান খান (নৌকা), গিয়াস উদ্দিন (ধানের শীষ), আব্দুছ ছালাম (লাঙ্গল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রভাষক খায়রুল বাশার সোহেল (ঘোড়া) ও খন্দকার তালেব উদ্দিন (চশমা); সদর উত্তর-পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া (নৌকা), ওয়ারিশ উদ্দিন খান (ধানের শীষ), জালাল উদ্দিন খান (ঘোড়া) ও নেছার আহমেদ খেলু (লাঙ্গল); সদর দক্ষিণ-পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান (আনারস), আরফান উদ্দিন (নৌকা), মহিবুর রহমান বাবলু (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী ছামির আলী (ঘোড়া), মোহাম্মদ আলী (মোটর সাইকেল), খেলাফত মজলিস কামরুল হোসাইন (দেয়াল ঘড়ি), সৈয়দ মছরুর আহমেদ (লাঙ্গল) ও ময়না মিয়া (চশমা); দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান মনজু কুমার দাশ (মোটর সাইকেল), লুৎফুর রহমান (নৌকা), শেখ আব্দুল হাই (ধানের শীষ), খেলাফত মজলিসের ছাইম উদ্দিন (দেয়াল ঘড়ি), আওয়ামী লীগের বিদ্রোহী তোফায়েল আহমেদ (আনারস), বিএনপির বিদ্রোহী গোপাল চন্দ্র দাশ (চশমা) ও আবদুল মোছাব্বির (ঘোড়া); কাগাপাশা ইউনিয়নে মোঃ এরশাদ আলী (নৌকা), মাইন উদ্দিন (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মোত্তালিব (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী দেলোয়ার হোসেন (ঘোড়া); বড়ইউড়ি ইউনিয়নে হাবিবুর রহমান (নৌকা), মোস্তফা আল হাদী (ধানের শীষ), আওয়ামী লীগ বিদ্রোহী ইকবাল আহম্মেদ চৌধুরী (আনারস), বিএনপি বিদ্রোহী এনামুল হক সবুর (ঘোড়া), ইয়াওর মিয়া (মোটর সাইকেল), ফারুক মিয়া শাহ (লাঙ্গল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আবদুল ওয়াহাব (খেজুর গাছ), শাহ আহমুদর রহমান (চশমা), বিএনপি’র বিদ্রোহী আবু মুসা (অটোরিক্সা); খাগাউড়া ইউনিয়নে শাহ শওকত আরেফীন সেলিম (নৌকা), কামরুজ্জামান চৌধুরী (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী মোঃ ফরিদ আলী (আনারস) ও মাসুদ কোরানী মক্কি (ঘোড়া); পুকড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন (মোটর সাইকেল), অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার (নৌকা), এরাজত মিয়া (ধানের শীষ), শেখ হিফজুর রহমান (খেজুর গাছ), আবুল কালাম আজাদ (ঘোড়া), আওয়ামী লীগ বিদ্রোহী নাসির উদ্দিন (আনারস), নুরুল হক (চশমা); সুবিদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী (নৌকা), আক্তার মিয়া আখঞ্জি (ধানের শীষ), আব্দুর রউফ (ঘোড়া); মক্রমপুর ইউনিয়নে মোঃ আহাদ মিয়া (নৌকা), কুহিনুর আলম (ধানের শীষ), বিএনপি’র বিদ্রোহী সাদেকুর রহমান লিটন (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুর রউফ (ঘোড়া), স্বতন্ত্র আবুল বাশার (মোটর সাইকেল); মন্দরী ইউনিয়নে শেখ সামছুল হক (নৌকা), আব্দুর রব (ধানের শীষ), আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুল হাকিম (ঘোড়া), ইকবাল হোসেইন (আনারস), বিএনপি বিদ্রোহী নুরুল খোদা (মোটর সাইকেল) ও নূর মিয়া (টেলিফোন); মুরাদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা (নৌকা), মোঃ মধু মিয়া (ধানের শীষ), সোহেল চৌধুরী (ঘোড়া), জালাল উদ্দিন আহমেদ (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী আফরাজুল চৌধুরী (মোটর সাইকেল), শেখ মোস্তাকিম উল হোসেন (চশমা); পৈলারকান্দি ইউনিয়নে ফজলুর রহমান খান (নৌকা), কামাল তালুকদার (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী নাসির উদ্দিন চৌধুরী (আনারস) ও আনিসুর রহমান তালুকদার (ঘোড়া)।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ