করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জুড়িতে বন্য ভল্লুকের পেটে যুবক

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ি উপজেলার পুটিছড়া বিটে বাঁশ মহালে বন্য ভল্লুকের আক্রমণে আবদুল খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ।

আবদুল খান উপজেলার উত্তর বড় ডহর গ্রামের তৈয়ব খানের ছেলে।তিনি পেশায় কাঠুরে ছিলেন।

নিহতের পরিবার,স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল খান বুধবার পুটিছড়া বাঁশমহালে যান। বিকাল গড়িয়ে রাত হলেও বাড়িতে ফিরে আসেননি তিনি।পরিবারের লোকজন রাতেই বিষয়টি জুড়ি থানা পুলিশকে অবহিত করে এবং লাশের খোঁজে বনে তল্লাশি চালায়।

রাতেই বনের মধ্যে লাশ খুঁজে পান পরিবারের লোকজন।বৃহস্পতিবার সকালে আবদুল খানের লাশ উদ্ধার করে জুড়ি থানায় নিয়ে আসে পুলিশ।

জুড়ি থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান,বনবিভাগের লোকজন আবদুল খানের মৃত্যু কালো ভল্লুকের আক্রমণে হয়েছে বলে নিশ্চিত করেছে।মানুষের শরীরের নরম অংশ খায় কালো ভল্লুক।নিহতের ঠোঁট ও কান বন্যপ্রাণী খেয়ে ফেলেছে।বাঁশ মহালে কালো ভল্লুকের বিচরণ থাকতে পারে।

তিনি আরও জানান,লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ