রবিবার, ১১ মে ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সুনছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত ৪শ’ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রমমাণ আদালত।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের পাহাড়ি সুনছড়া এলাকার যোগিবিল গ্রাম এলাকা থেকে উত্তোলিত এসব বালু জব্দ করা হয়।
কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী ভ্রমমাণ আদালত পরিচালনা করে যোগিবিল গ্রামের সুনছড়া থেকে উত্তোলিত এসব বালু জব্দ করেন।
অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও জব্দকৃত বালু আলীনগর ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের জিম্মায় রাখা হয়।
কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বালু জব্দ করার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর দায়েরকৃত রিটের আদেশ উপেক্ষা করে সম্প্রতি উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি বয়ে আনছে।