করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২৫

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

বেশির ভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে একজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানান।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে ২৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন, মৌলভীবাজার পলি ক্লিনিকে ৫ জন, লাইফ লাইন হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন।

বাকি ৭ জন চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আরও চারজনকে সিলেটে রেফার করা হয়েছে।

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সদর হাসপাতালের চতুর্থ তলায় আলাদাভাবে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। ডেঙ্গু চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী জানান, ডেঙ্গু মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে।

তবে আক্রান্তদের অবস্থা খুব বেশি গুরুতর নয় বলে তিনি জানান।

২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আরও ২৫টি র‍্যাপিড টেস্ট ডিভাইস দিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

এর আগে আরও ২৫টি ডেঙ্গু নির্ণয়ক যন্ত্র দিয়েছিলেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ