শনিবার, ১০ মে ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে জাল ভোটের অভিযোগে তিন জন আটক করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও জাল ভোটের অভিযোগে এক মহিলাসহ তিনজনকে আটক করেছেন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
শনিবার সকালে উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেবার অভিযোগে এক মহিলাকে আটক করা হয়েছে। এছাড়া মথিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে আরও দুইজনকে।
বানিয়াচং উপজেলার ১৩টি ইউনিয়নে শনিবার সকাল ৮ টা থেকে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
রিটানিং কর্মকর্তা ও নিবার্চন কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার ১৩টি ইউনিয়নে এখন পর্যন্ত শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে জাল ভোটের অভিযোগে তিন জন আটক করা হয়।