শনিবার, ১০ মে ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
মাদকের নেশা সর্বনাশা। জীবনবিনাশী মাদক আগামী দিনের দেশ গড়ার কারিগর থেকে শুরু করে সব শ্রেণীপেশার মানুষকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। যা ভাবলেই রীতিমতো গা শিউরে ওঠে। পত্রিকার পাতায় প্রায়ই মাদকের প্রতিবেদন মুদ্রিত হয়। কিন্তু রমরমা বাণিজ্য বন্ধ হয় না। একশ্রেণীর ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উচ্চবিত্ত নারীসহ আইন প্রয়োগকারী সংস্থার কেউ কেউ নেশায় আসক্ত হয়ে পড়ছেন।