রবিবার, ১১ মে ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “ছেলেধরা গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সপ্তাহব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসুচির অংশ হিসাবে ২য় দিনে উপজেলার শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল মছব্বির একাডেমী উচ্চ বিদ্যালয় ও হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে।
রবিবার (২৮ জুলাই) সকাল ১১টায় শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেন।
কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সাধারণ সম্পাদক ও কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় সচেতনতামূলক সভায় সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম, উপজেলা স্কাউট সম্পাদক মো: মোশাহিদ আলী, কমলগঞ্জ অনললাইন প্রেসক্লাব সভাপতি এস এ চৌধুরী প্রমুখ।
অন্যদিকে আব্দুল মছব্বির একাডেমী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আকমল মাহমুদ, প্রধান শিক্ষক ননী গোপাল পাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো: জয়নাল আবেদীন, সুহৃদ মো: মোনায়েম খান, আলমগীর হোসেন, নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম, সালাউদ্দিন শুভ, হৃদয় ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।