করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে বিয়েতে যাওয়ার পথে সড়কে মা-মেয়ে নিহত

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে বিয়েতে যাওয়ার পথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মা-মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের আমীর আলীর স্ত্রী আসমা বেগম (৩০) ও তার মেয়ে আনিসা হাবিবা (৩)।

এ সময় নিহত আসমার আরেক মেয়ে জান্নাত (১৬) গুরুতর আহত হয়েছেন। অপর আহতরা হলেন- শাহনাজ (৩৫) ও খায়রুন নেসা (৩০)।

এ সব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল।

তিনি জানান, বরযাত্রীবাহী মাইক্রোবাসটি সিলেটের জালালাবাদ থানার যুগীরগাঁও গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলায় যাচ্ছিল। লালাবাজারে পৌঁছলে উল্টো দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ