শনিবার, ১০ মে ২০২৫, ১০:২০ অপরাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে অভিযানের পঞ্চম দিনে নাবলুস সিটিতে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার এ খবর জানিয়েছে আল-জাজিরা।
জানা গেছে, নাবলুসে আগ্রাসনের সময় দখলদার ইসরায়েলি সৈন্যরা তরুণ মুহাম্মদ হাসান মুহম্মদ আসাফকে (৩৪) বুকে গুলি করে হত্যা করে।
যদিও এ ঘটনায় ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে এর আগে বলেছিল তারা নাবলুস এবং পশ্চিম তীরের অন্যান্য জায়গায় ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ পরিচালনা করছে।
-বাসস।