করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

অন্যত্র বিয়ে ঠিক, উপহারের ফোন ফেরত না দেওয়ায় প্রেমিকাকে খুন!

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

করাঙ্গীনিউজ:
প্রেমে উপহার দেওয়া-নেওয়ার রীতি রয়েছে বিশ্বজুড়েই। কিন্তু সেই উপহারই মৃত্যুর কারণ হল এক প্রেমিকার। তাকে একটি স্মার্টফোন দিয়েছিল প্রেমিক। পরে ফোনটি ফেরত চাওয়ার আর দিতে চাননি তিনি।
এতে ক্ষুব্ধ হয়ে তাকে খুন করেন তার প্রেমিক। ঘটনাটি ভারতের ঝাড়খণ্ডের পাকুড় এলাকার।

এরই মধ্যে ওই প্রেমিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে স্থানীয় একটি ফুটবল ম্যাচ দেখতে বের হয় দু’জন।
তারপর থেকে মেয়েটি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে একটি ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেয়েটির চাচা জানিয়েছেন, প্রায় দু’বছর ধরে অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটির। ছেলেটি তাদের বাড়িতে নিয়মিত আসা-যাওয়াও করতেন।

সম্প্রতি মেয়েটি বাড়ির লোকজন অন্য জায়গায় তার বিয়ের ঠিক করে। এটি জানার পরই উপহার দেওয়া স্মার্টফোনটি ফেরত চান ওই প্রেমিক। কিন্তু মেয়েটি তা ফেরত দিতে চাননি। এই নিয়ে প্রায়শই দু’জনের মধ্যে ঝগড়া হতো। রবিবার সন্ধ্যাবেলায়ও দু’জনের মধ্যে এই নিয়ে ঝগড়া হয়।
তারপর দু’জনেই স্থানীয় একটি ফুটবল ম্যাচ দেখতে বেরিয়ে যান।

পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্ত জানান- ফোনটি ফেরত পাওয়ার জন্য তিনিই ধারালো অস্ত্র দিয়ে মেয়েটিকে খুন করেছেন। খুন করার পর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যান তিনি। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া ডটকম

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ