করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গোলাপগঞ্জে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে সুন্দর খাঁ (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) সকালে সুন্দরখার স্ত্রী মিনারা বেগম (৫০) এর লাশ উদ্ধার করে পুলিশ। এরপরই সুন্দর খাঁকে আটক করা হয়। পরে এ ঘটনায় তাদের ছেলে তারেক আহমদ (২১) মামলা দায়ের করেন।

মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে উপজেলার পৌর এলাকার নুরুপাড়া গ্রামে নিজ বাড়িতে মিনারা বেগম খুন হন বলে অভিযোগ করেছেন তার ছেলে তারেক।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নুরুপাড়া গ্রামের সুন্দর খাঁর সাথে তার স্ত্রী মিনারা বেগমের কথা কাটাকাটি হয়। এর পর তারা উভয় ঘরে ঘুমিয়ে পড়েন। তাদের ছেলে তারেক আহমদ বাড়িতে ছিলেন না।

পরের দিন বুধবার সকালে তারেক আহমদকে তার বাবা মুঠোফোনে জানান, তার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক ছেলে বাড়িতে আসলে বাবার আচরণে সন্দেহ হয়। পরে তিনি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং তার স্বামী সুন্দর খাঁ  (৬০) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী সুন্দর খাঁ  (৬০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ