করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নানা আয়োজনে নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আজ শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করে।
ভোরে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা হয়।
  কর্মসূচির প্রথমেই উপজেলা কেন্দ্রীয়  মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপিসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী,সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পন করেন। সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও  জাতীয় সঙ্গীত পরিবেশন  শেষে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। পরে স্থানীয় প্রশাসনের উদ‍্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান খান শাওনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী। এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও শহীদদের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে দোয়া,মিলাদ মাহফিল ও মন্দির-ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ