শনিবার, ১০ মে ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
ফয়সল আহমদ রুহেল : একজন শিক্ষক হওয়া আমাদের দেশে খুব সহজ হলেও একজন আদর্শ শিক্ষক হওয়া অত্যন্ত কঠিন। প্রকৃত জ্ঞান প্রদান করাই হচ্ছে আদর্শ শিক্ষকের কাজ। আদর্শ শিক্ষকের তাঁর ছাত্রছাত্রীর জীবনের উপর প্রভাব হলো অতি দীর্ঘ। শ্রদ্ধেয় শিক্ষক উজ্জ্বল কুমার ভট্টাচার্য স্যার ওই রকমই একজন আদর্শ শিক্ষক ছিলেন। যিনি সবার কাছে ব্যবসায় শিক্ষা শাখার আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক।
জন্ম : উজ্জ্বল কুমার ভট্টাচার্য হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মৃত উমাপতি ভট্টাচার্য, মাতা মায়া রানী ভট্টাচার্য। ৬ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।
শিক্ষা জীবন : প্রাথমিক শিক্ষা শেষ করে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৯৭৫ সালে মাধ্যমিক শেষ করেন। শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ১৯৭৭ সালে এইচএসসি পাশ করেন। ১৯৭৯ হবিগঞ্জের বৃন্দাবন কলেজ থেকে বি.কম ডিগ্রি সম্পন্ন করন। ১৯৮৭ সালে বি. এড সম্পন্ন করেন।
শিক্ষকতা জীবন : উজ্জ্বল কুমার ভট্টাচার্য ১ ডিসেম্বর ১৯৮১ সালে নিজেরই বিদ্যাপীঠ মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৯ সালের ২ ডিসেম্বর সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনের শুরু হতে শেষ দিনটি এই স্কুলের সাথেই জড়িত। ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য।
পারিবারিক : উজ্জ্বল কুমার ভট্টাচার্য পারিবারিক জীবনে দুই পুত্র সন্তানের জনক। বড় ছেলে লেখা পড়া শেষ করে সদ্য ইউনিয়ন সচিব পদে যোগদান করেছে। ছোট ছেলে স্নাতক পড়ুয়া। শৈশব থেকে আজ অবধি পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত ভিটাতেই থাকছেন।
গুনী এই শিক্ষক ২০২২ সালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে কাজ করা হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান জনাব টি, আলী স্যারের নামে প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্থা টি,আলী স্যার ফাউন্ডেশনের জরিপে বাহুবল উপজেলার আদর্শ শিক্ষকের সম্মাননার স্বীকৃতি হিসেবে টি, আলী স্যার পদকে ভুষিত হয়েছেন।
উল্লেখ্য, ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার ৯ উপজেলার ১৮ জন আদর্শ অবসরপ্রাপ্ত শিক্ষককে পদক দেয়ার পাশাপাশি তাদের জীবনী ধারাবাহিকভাবে লিখছেন ফাউন্ডেশনের সভাপতি টি, আলী স্যারের পুত্র বৃটেনের জনপ্রিয় চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক ফয়সল আহমদ (রুহেল)। পদকপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে থেকে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ৫ জন শিক্ষককে আর্থিক সহযোগিতাও দেবে সংস্থাটি।
উজ্জ্বল কুমার ভট্টাচার্য স্যার দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনে শুধু শিক্ষা দিতেন না তিনি শিক্ষার্থীকে স্বপ্ন দেখাতেন। একজন শিক্ষকের মৌলিক কাজই হচ্ছে খারাপ ছাত্রছাত্রীদের শিক্ষক হওয়া। সেক্ষেত্রে উজ্জ্বল কুমার ভট্টাচার্য স্যার একাধারে ভালো ও খারাপ ছাত্রদের শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতেন, তাদের নতুন স্বপ্ন নির্মাণ করতেন। মানুষের ভালোবাসায় জীবন সিক্ত হয়েছে এটাই তাঁর জীবনের পরম প্রাপ্তি।। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি।
লেখক: