রবিবার, ১১ মে ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক:
জাপানের পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আজ বুধবার (২৩ মার্চ) ভার্চুয়ালি তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) এমন খবর জানিয়েছে আলজাজিরা।
খবরে বলা হয়, জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে এ ভাষণ দেবেন তিনি।
প্রায় ১০ মিনিট ধরে তিনি ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের একটি মিটিং রুমে তার এই ভাষণ দেখানো হবে।
এর আগে জেলেনস্কি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন।
সূত্র : আলজাজিরা