করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

প্রতিমন্ত্রী ইন্দিরা সিলেট আসছেন আজ

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: মহিলা ও শিশু প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি দুই দিনের সফরে সিলেট আসছেন আজ।

প্রতিমন্ত্রী বিমানযোগে আজ বুধবার (২৪ জুলাই) রাত ৮টা ৫মিনিটে সিলেট আসবেন। সড়ক পথে প্রতিমন্ত্রী রাত সাড়ে ৮টায় হযরত শাহজালাল (রহ), হযরহ শাহপরান (রহ) ও হযরত বোরহান উদ্দিন (রহ) মাজার জিয়ারত করবেন। পরে প্রতিমন্ত্রী সিলেট সার্কিট হাউজে যাবেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউজে সিলেট বিভাগীয়, জেলার সরকারি কর্মকর্তা, আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মত বিনিময় সভায় মিলিত হবে। সকাল ১১টায় একই স্থানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জেলা ও উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।

প্রতিমন্ত্রী দুপুর ৩টায় একই স্থানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। প্রতিমন্ত্রী রাত ৮টা ৩৫ মিনিটে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ