করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে ৪ দোকানে জরিমানা আদায়

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার, চৈত্রঘাট বাজারসহ বিভিন্ন স্থাানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।

মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সিলেট আর্মস ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স। অভিযানকালে মুন্সীবাজারে অবস্থিত শ্রাবণী ষ্টোরকে ৩ হাজার টাকা, জহির ট্রের্ডাসকে ২ হাজার টাকা, মানিক মিয়ার সবজির দোকানকে ১ হাজার টাকা, চৈত্রঘাট বাজারে অবস্থিত জননী ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যাকর পরিবেশে রেখে খাদ্য পণ্য বিক্রয় করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

তাছাড়াও চৈত্রঘাটে অবস্থিত মুরগির খামার সিপি বাংলাদেশ ফার্ম পরিদর্শন করেন। এছাড়াও মহামান্য হাইকোর্টের নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত খাদ্য পণ্য প্রত্যাহারমূলক কার্যক্রম অনুসারে শ্রাবণী ষ্টোর থেকে বেশ কিছু খাদ্য পণ্য ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ