করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে ছাত্র পেঠানো সেই শিক্ষক সাসপেন্ড

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রকে বেড়ধক পিঠিয়ে হাত ভেঙে দেয়া সেই শিক্ষক শাহজাহানকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের নির্দেশে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শিক্ষক শাহজাহান আহমেদ ছাত্র রায়হান আহমেদকে বেড়ধক বেত্রাঘাত করে একটি রুমে তালাবদ্ধ করে রাখেন। তার কান্নার আওয়াজ নিকটবাড়িতে পৌঁছলে আহত ছাত্রের আত্নীয় স্বজন এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে বাহুবল হাসপাতালে প্রেরণ করা হলে, তার অবস্থা গুরুতর হওয়ায় সিলেট রেফার্ড করা হয়েছে। শিক্ষকের প্রচন্ড বেত্রাঘাতে রায়হানের হাতের কব্জি ভেঙে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি জখম রয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও উপজেলা নির্বাহী অফিসার যৌথ সভায় মিলিত হন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘটনা তদন্তে একটি তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক শিক্ষকের সাসপেন্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ