• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে চেয়ারম্যান প্রার্থী ফয়সলের উঠান বৈঠক

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাহুবল উপজেলার সিংহদ্বারখ্যাত ৬ নং মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ, বিশিষ্ঠ সমাজ সেবক, শ্রমিক নেতা মীর একে এম জমিলুন্নবী ফয়সলের উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।

 

শুক্রবার সকালে ইউনিয়নের মির্জাটুলা গ্রামে ও রাতে ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে অনুষ্টিত হয়।

 

মির্জাটুলা গ্রামে তিনশতাধিক লোকের সমাগমে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হাজী আব্দুল গণি।

 

মো: মোস্তফা মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাবেক মেম্বার হাজী আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আব্দুল হাই, আব্দুল মতলিব, আব্দুল খালেক, আব্দুল হক, সাবেক মেম্বার মোহাম্মদ আলী, জিতু মিয়া জমাদার, সাবেক মেম্বার আব্দুল আহাদ, অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জল, মো: আব্দুল গফ্ফার , মীর গোলাম রাব্বানী, মীর সানু মিয়া প্রমূখ।

 

এদিকে রাতে পশ্চিম জয়পুর গ্রামেও শতাধিক লোক সমাগমে উঠান বৈঠক শুরু হয়। পরে আজহারুল ইসলাম মোয়াজকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট ২ নং ওয়ার্ড নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়।

 

উপস্থিত বক্তরা বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মীর একেএম জমিলুন্নবী ফয়সল মিরপুর ইউনিয়নের মির্জাটুলা মিরবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি তরুন ব্যবসায়ী ও শ্রমিক নেতা। উনার মত সৎ চরিত্রবান ব্যক্তিকেই মিরপুর ইউনিয়ন বাসী খুজছিল, আমাদের চাওয়া পূরন হয়েছে। আমরা সবাই ভোট দিয়ে ফয়সলকে নির্বাচিত করবেন বলেও ঘোষণা দেন বক্তারা।

 

পশ্চিম জয়পুর গ্রামে উঠান বৈঠকে বক্তব্য রাখেন মো: রেনু মিয়া, জয়নাল মিয়া, মো: আওয়াল মিয়া, মিজান মিয়া, মোয়াজ, সোহেল মিয়া, টিপু মিয়া, সোহেল মিয়া, জুনায়েদ মিয়া, খোকন মিয়া, শাহজাহান মিয়া, আজাদ মিয়া, রহমত আলী, বদরুল আলম প্রমুখ।

আগামী ৪ জুন উপজেলায় ইউনিয়ন নির্বাচন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ