আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া): আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের সভাকক্ষে ইলেকট্রনিক লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা: মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কোভিড কর্মসূচি, ইউএসএআইডি এমট্যাবস প্রজেক্টের সমন্বয়কারী ডাঃ মোহাম্মদ হোসেন।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন টেকনিক্যাল এডভাইজার মোঃ হাবিব মাহমুদ এবং কনসালটেন্ট মোঃ জুবের আলম।
প্রশিক্ষণ কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, পরিসংখ্যানবিদ ও স্টোরকিপারগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, এই প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য হচ্ছে কোভিড মহামারী নিয়ন্ত্রণ ও প্রতিরোধে অনলাইন বা ডিজিটাল প্লাটফর্মে দৈনন্দিন রেকর্ডিং/ রিপোর্টিং এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সকল সরকারি হাসপাতাল সমূহে এই রোগ প্রতিরোধে সহায়ক জরুরী ঔষধ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদির প্রাপ্যতা নিশ্চিতকরণ।