শনিবার, ১০ মে ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও বিপুল উৎসাহ উদ্দীপনাসহ আড়ম্বরপূর্ণভাবে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লে. কর্নেল আবু হায়দার মো. আসাদুজ্জামান, পিএইচডি প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই মার্চ মাসের তাৎপর্য তোলে ধরে বলেন, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত শ্রেণি পাঠদানসহ সকল সহপাঠ্যক্রমিক বিষয়ে অংশগ্রহণ করতে হবে।
নিয়মিত মনোযোগ সহকারে লেখাপড়ার পাশাপাশি সুকুমার বৃত্তির বিকাশে স্বত:স্ফূর্তভাবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সফলতার জন্য নিজের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ও স্বপ্নের চারণভূমি তৈরি করতে হবে এবং সেই ভূমিতে অধ্যবসায় ও শ্রমের অনুসঙ্গ যুক্ত করতে হবে, তবেই আসবে কাঙ্খিত সফলতা।
এছাড়াও উপাধ্যক্ষসহ সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন। নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে একাধিক শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রথম বছরেই প্রাথমিক, মাধ্যমিক ও একাদশ শ্রেণিতে পাঠদান শুরু করে এবং এসএসসি ও এইচএসসি-২০২১ পরীক্ষায় ১ম ব্যাচের শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করে।