রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার বায়তুল মামুন জামে মসজিদে আগামী তারাবারি নামাজের জন্য ০২ জন কোরআনে হাফেজ ও মসজিদের জন্য ০১ জন মোয়াজ্জিন/সহকারি ইমাম আবশ্যক। আগ্রহী প্রার্থীকে আগামী ২১/০২/২০২২ ইং তারিখ সকাল ১১ ঘটিকার সময় নি¤েœাক্ত কাগজাদি নিয়ে মসজিদে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
শর্তাবলী ঃ
১। হাফেজ প্রার্থীকে কমপক্ষে কওমি মাদ্রাসায় কাফ্য়িা /দাখিল পাশ হতে হবে।
এবং সংশ্লিষ্ট বোর্ড এর সনদ সাথে আনতে হবে।
২। মোয়াজ্জিন প্রার্থীকে কমপক্ষে কওমি মাদ্রাসায় মুখতাসার /আলিম পাশ হতে হবে।
৩। উভয় পদের প্রার্থীরকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ/প্রত্যয়ন পত্র (সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে)
জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে।
৪। উভয় পদের প্রার্থীকেই কওমি মতাদর্শের হতে হবে।
সভাপতি: বায়তুল মামুন জামে মসজিদ, ড্রাইভার বাজার, শায়েস্তাগঞ্জ, মোবাইল – ০১৭৮৮৮৯৭৬৯৮, ০১৭১১১৭৬৫৬৩ ।