করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আমেরিকায় মিশিগানে সাংবাদিক তুহিনসহ ১১ জনকে লিডারশিপ এওয়ার্ড প্রদান

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

করাঙ্গীনিউজ ডেস্ক: এলায়েন্স অব সেভেন সাউথ এশিয়ান আমেরিকান লেবর (আসাল) মিশিগান চ্যাপ্টার জে|টের পক্ষ থেকে বৈচিত্র ও সম্প্রদায়ের উন্নয়নের উন্নতি এবং প্রতিশ্রুতি আর স্বতঃস্ফূর্ত সেবা করার জন্য জনকণ্ঠ ডিজিটাল চ্যানেল সংবাদদাতা ও মিশিগান কমিউনিটি এক্টিভিজ সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন সহ ১১ জন বাংলাদেশিকে ‘লিডারশিপ এওয়ার্ড’ প্রদান করেছে মিশিগান অঙ্গরাজ্য সিটি অব হেমট্রামিক |

(আসাল) মিশিগান চ্যাপটারের বার্ষিক রিসিপশন ও এওয়ার্ড এবং সংশ্লিষ্ট রাজ্যের হেমট্রামিক সিটির শতবছর অভিষেক উদযাপন উপলক্ষ্যে আজ রবিবার (২/১৩/২০২২ ইং) রাতে আযোজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ওই এওয়ার্ড প্রদান করা হয় |

সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি ও কমিউনিটি লিডার ডক্টর রাব্বি আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ রাসেলের সঞ্চালনায় সিটির জোসেফ ক্যাম্পোস্থ এরাবিয়ান ‘রিমাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট সিটির মেয়র আমির বদর গালিব, সদ্য বিদায়ী মেয়র ডক্টর ক্যারেন ম্যায়াস্কী, মেয়র প্রো-টিম কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান খলিল আল রেফাই, কাউন্সিলম্যান উমেন এ্যামান্ডা জেকাওয়াস্কী, কাউন্সিলম্যান নাঈম লিয়ন চৌধুরী, কাউন্সিলম্যান এ্যাডাম আল বার মাকী, সিটি নিরাপত্তা ডাইরেক্টর ম্যাক্স গ্যারবারিনো, সাবেক কাউন্সিল প্রার্থী ও আস্যালের ওনারারী কনস্যুলার লিন ব্লাসিও |

এসময় মুহুমুহু করতালি ও হর্ষধনির মধ্যে সংশ্লিষ্ট সিটির বিদায়ী মেয়র ডক্টর মায়াস্কি স্বাক্ষরিত এবং মেয়র প্রৌ টিম ফাদেল আর মারসৌমি, কাউন্সিলম্যান কামরুল হাসান,কাউন্সিলম্যান নাঈম চৌধুরী,কাউন্সিলম্যান আল মাস মারি,কাউন্সিলম্যান কারী ব্যাট লায়াস্লি, কউন্সিলম্যান মোহাম্মদ অল্সোমিরি নাম উল্লেখ পূর্বক ওই এওয়ার্ড সার্টিফিকেট আসাল একজিকিউটিভ বডির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন সহ আসাল সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ড. রাব্বি আলম. সেক্রেটারি মিনহাজ রাসেল চৌধুরী, বিশিষ্ট ব্যক্তিত্ব ব্যাংকার ও কমিউনিটি লিডার সৈয়দ আলী রেজা, কমিউনিটি লিডার মাহবুব রাব্বী খান,কমিউনিটি লিডার ইমাম আরিফ হুসকিচ, কমিউনিটি লিডার মোহাম্মদ মুকিত, আসাল নেতা অপ্রেস বডুয়া, রাজনৈতিক ডাইরেক্টর ইব্রাহিম আল জাহিম, যুব ডাইরেক্টর মোবারাক মোজেব, কার্যকরী সদস্য মোহাম্মদ মুহিব উদ্দীন জেমস এবং কার্যকরী সদস্য তাওহিদ নেওয়াজ এর হাতে তুলে দেন মেয়র গালিব, সদ্য বিদায়ী মেয়র মায়াস্কি ও ডেপুটি মেয়র কাউন্সিলম্যান কামরুল হাসান |

একই সময় আসাল এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সভাপতি রাব্বি আলম ও সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল স্বাক্ষরিত অরগানাইজার সম্মাননা গ্রহন করেন কার্যকরী সদস্য এম ফিরোজ আলী, মোহাম্মদ হক এবং মোহাম্মদ নিজাম উদ্দীন ।
এদিকে আসালের পক্ষ থেকে মিউনিসিাল এওয়ার্ড গ্রহণ করেন সাবেক মেয়র ডক্টর ক্যারেন মায়াস্কী | এছাড়া মিউনিসিপ্যাল লিডারশিপ এওয়ার্ড গ্রহন করেন, মেয়র আমির গালিব, মেয়র প্রোটিম কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, কাউন্সিলম্যান খলিল আল রেফাই, কাউন্সিলম্যান আম্যান্ডা জেকাওয়াষ্কী ও কাউন্সিলম্যান এ্যাডাম আলবারমাকী ।
হ্যামট্রমিক শহরের শততম জন্ম বার্ষিকীর অভিষেক উদযাপন উপলক্ষে আস্যাল সভাপতি ড. রাব্বী আলম ওই এওয়ার্ড তাদের হাতে তুলে দেন ।

এদিকে কমিউনিটি সেফটি এওয়ার্ড দেয়া হয়, পুলিশ কর্মকর্তা এবং বর্তমান সেফটি ডাইরেক্টর ম্যাক্স গ্যারবারিনোকে | প্রাণবন্ত এই পর্ব শেষে ভুঁড়ি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে | এতে বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতি ঘটে |

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ