রবিবার, ১১ মে ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
রফিকুল হাসান চৌধুরী তুহিন, মিশিগান (যুক্তরাষ্ট্র) থেকে: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের বাসিন্দা বাংলাদেশী বংশোভূত সংশ্লিষ্ট দেশের নাগরিক মোঃ আব্দুস শহীদ শুক্রবার (যুক্তরাষ্ট্র সময় /তারিখ ২/১১/২০২২ইং) ভোর রাত সাড়ে ৪ টার দিকে তার ডেট্রয়েটের কিলিংগারস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন | (ইন্না লিল্লাহি ওয়া …রাজিউন) |
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর | মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, ৩ ছেলে,জামাতা ও স্ত্রী সহ দেশে বিদেশে অসংখ্য আত্মীয় সজ্বন এবং গুণগ্রাহী রেখে গেছেন | এদিকে একই দিন বাদ জুম্মাহ সংশ্লিষ্ট এলাকার আল ফালাহ জামে মসজিদে মরহুম শহীদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় | এতে বিপুল সংখ্যক বাংলাদেশী, ইয়েমেনি, পাকিস্তানী সহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেন | যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত মরহুমের মেয়ে সাহারা বেগমের স্বামী কাজল ইসলাম জানিয়েছেন, মরহুম শহীদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে না | শুক্রবার মরহুম শহীদের মরদেহ রাখা হয়েছে হিমঘরে | পরদিন শনিবার (২/১২/২০২২ইং) সকাল ১১টায় মিশিগান অঙ্গরাজ্যের পাশ্ববর্তী সিটি দারবন কবরস্থানে দাফন করা হবে |
বলাবাহুল্য, আব্দুস শহীদ বাংলাদেশের হবিগঞ্জ জেলা শহরের মাহমুদাবাদ এলাকার নিজ বাসায় বসবাস করতেন | তবে উনার মূল বাড়ি হবিগঞ্জের উপজেলা চুনারুঘাটের মিরাশী ইউনিয়নের ছালামতি গ্রামে | তিনি বর্তমানে দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানের ওই এলাকায় বসবাস করে আসছিলেন | একজন সাদা মনের মানুষ হিসেবে আব্দুস শহীদ নিজ দেশে ও মিশিগানের সর্বত্র পরিচিত ছিলেন | তার মৃত্যুতে মিশিগানের বাংগালী কমিউনিটি নেমে এসেছে শোকের ছায়া |