শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে প্রাইভেটকার চাপায় আব্দুল্লাহ (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ শহরের গির্জাপাড়া এলাকার ব্যবসায়ী লিটন ভান্ডারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কে দিয়ে আব্দুল্লাহ যাচ্ছিল। হঠাৎ একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, ওই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।