Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
 #  ফেঞ্চুগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক আটক #  সৈকতের ফোনে ভবনে যান রুম্পা #  শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জয় বাঘিনীদের #  হবিগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ #  হবিগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত #  আজ ৮ ডিসেম্বর আজমিরীগঞ্জ মুক্ত দিবস #  বাহুবলে নতুন ইউএনও স্নিগ্ধা তালুকদার #  শায়েস্তাগঞ্জ মুক্ত দিবস আজ #  মৌলভীবাজার মুক্ত দিবস আজ #  হবিগঞ্জ জেলা আ’লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মেয়র মিজান #  মাধবপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু #  হবিগঞ্জ জেলা যুবদলের মশাল মিছিল #  স্টামফোর্ড ছাত্রী রুম্পার মৃত্যুর ঘটনায় ‘বয়ফ্রেন্ড’ আটক #  কমলগঞ্জে ইয়াবাসহ একজন আটক #  সাতছড়ি উদ্যানে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান

সিলেট বিভাগীয় যোগী সম্মিলনীর আহবায়ক কমিটি গঠিত

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামে মনতোষ দেবনাথের বাড়িতে গত ১৯ জুলাই শুক্রবার দুপুর ১ ঘটিকায় সিলেট বিভাগ যোগী সম্মিলনীর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

এলাকার প্রবীন মুরব্বী দক্ষিণ বালিশিরা দেবনাথ সমাজের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক গোপিকা রঞ্জন দেবনাথ সভাপতিত্বে এবং সিলেট বিভাগীয় যোগী সম্মিলনীর সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল দেবনাথ ও শিক্ষক জয়ন্ত কুমার দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় যোগী সম্মিলনীর সিনিয়র সহ সভাপতি, প্রবীন শিক্ষাবিদ দেবেন্দ্র দেবনাথ।

সভায় সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলার প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় বক্তাগন সামাজিক উন্নয়ন, ধর্মীয় বিষয়াদি ও শিক্ষা দীক্ষার উপর জোর দেন।

সভায় ব্যাপক আলাপ আলোচনা শেষে ডাঃ দীগেন্দ্র দেবনাথ-কে আহবায়ক ও এডভোকেট কানাই লাল দেবনাথ-কে সদস্যসচিব করে সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধি নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় যোগী সম্মিলনীর একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সবশেষে উপস্থিত সকলকে অন্নপ্রসাদে আপ্যায়িত করা হয়।

এদিকে আগামী ২রা আগষ্ট রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলার দুঘর গ্রামের ননীগোপাল দেবনাথ এর বাড়ির আঙ্গিনায় মৌলভীবাজার জেলা যোগী সম্মিলনীর কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার প্রতিনিধিরা যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।