করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ফেঞ্চুগঞ্জে ৩০টি কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২০ জুলাই, ২০১৯

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ‍উপজেলায় বেআইনি ভাবে নদী থেকে মাছ ধরায় কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২০ জুলাই) কুশিয়ারা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জসিম উদ্দীন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, ফেঞ্চুগঞ্জ পিটাইটিকর এলাকায় মৎস্য সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে ৩০ টি কারেন্ট জাল জব্দ করা হয়। তবে কারেন্ট জালে মাছ ধরা অবস্থায় কাউকে পাওয়া যায়নি। পরে জব্দকৃত ৪০০০ মিটার দৈর্ঘ্যের ৩০টি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা, ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের সদস্যগণ।

তিনি আরো জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে উপজেলার সংশ্লিষ্ট সকলকে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ