শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
নিজস্ব পতিনিধি,সিলেট : সিলেটের সুরমা নদী থেকে অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট সদর উপজেলার গোপাল ডাকাইয়াঘাট এলাকা সংলগ্ন সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, লাশটি গলিত থাকায় এটি হত্যা না কি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে এর কোনো আলামত বুঝা যাচ্ছে না।