শনিবার, ১০ মে ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগরে গ্রাম পুলিশদের মাঝে বাই-সাইকেল এবং পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার দুপুরে ১৩টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল ও ৯৫ জনের মধ্যে পোষাক বিতরণ করা হয়।
নতুন বাইসাইকেল পেয়ে ভীষণ খুশি এ সকল গ্রাম পুলিশরা। নতুন সাইকেল পাওয়ায় তাদের কাজের গতি আরও বেড়ে যাবে এমনটাই অভিব্যক্তি প্রকাশ করেন তারা।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দেয়া বাইসাইকেল ও পেশাক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন ।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাইসাইকেল পেয়ে পূর্বভাগ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রাফিজ মিয়া ও চাতলপাড় ইউনিয়নের গ্রাম পুলিশ লিল মোহন সরকার বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। সময় বাচঁবে এবং ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।