করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে শপিং ব্যাগে নবজাতকের লাশ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট নগরীর খাসবির এলাকায় শপিং ব্যাগের ভেতর এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা ব্যাগের ভেতর নবজাতকের লাশ দেশে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর খাসদবির ইসরাইল মিয়া রোডের কুনু মিয়ার বাড়ির সামনে একটি শপিং ব্যাগে নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দেন।

আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল বাতেন এসে লাশটি উদ্ধার করেন।বিমানবন্দর থানার ওসি শাহদত হোসেন জানান, জুমার নামাজের সময় কে বা কারা শপিং ব্যাগে ভরে লাশটি ফেলে যায়। নামাজ থেকে ফেরার পথে ব্যাগের ভেতর নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ