• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ছাতকে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি, নিহত ১

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ও দক্ষিণ কুড়মা ইউনিয়নে ঘূর্ণিঝড়ে প্রায় ৫ শতাধিক কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ঘরচাপায় এক নারী নিহত ও অপর একজন আহত হয়েছেন।

নিহতের নাম মোছা. আনোয়ারা বেগম (৫৫)। তিনি চরমহল্লা ইউনিয়নের করিদিচর গ্রামের মো. আব্দুল হকের স্ত্রী। আহত ব্যক্তি হলেন মো. আব্দুল হক (৬৫)।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ ঘূর্ণিঝড় আঘাত হানে।

এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে  জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরবাড়ি ও ফসলি জমির ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ