করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হলেন বাহুবলের কৃতিসন্তান শামসুল কিবরিয়া

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

করাঙ্গীনিউজ: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত দেশের সরকারি কলেজের ১ হাজার ৪৯৬ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এর মধ্যে হবিগঞ্জের বাহুবল উপজেলার কৃতি সন্তান শামসুল কিবরিয়া চৌধুরী পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

পদোন্নতী প্রাপ্ত প্রভাষক বাহুবল উপজেলার ৭ নং ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের বাসিন্দা।

মোঃ শামসুল কিবরিয়া চৌধুরী ৩৩-তম বিসিএস ( সাধারণ শিক্ষা) ক্যাডার হিসেবে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসায় অর্থনীতি বিভাগের প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত হয়ে তার কর্মজীবন শুরু করেন।

মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ শামসুল কিবরিয়া চৌধুরী সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ