রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার দুপুরে মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। দুপুর ৩টা ২২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কেনাে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ৩/৪ সেকেন্ড স্থায়ী ছিলো এ ভূমকিম্প।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছেন, শুক্রবারের ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৫। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের অরুণাচল প্রদেশ।
শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূমিকম্প অঞ্চল সিলেট। এই অঞ্চলের আশপাশে কয়েকটি ফল্ট রয়েছে। যা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে মৃদু্ ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সিলেট নগরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে নগরীর অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা ভূমিকম্পের বিষয়টি টের পাননি।