• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নৌকার প্রার্থী পেলেন ২০ ভোট!

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

করাঙ্গীনিউজ ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ এক কেন্দ্রে পেয়েছেন মাত্র ২০ ভোট।

রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বৃ-বড়ভাগ এবতেদায়ি মাদরাসা কেন্দ্রে নৌকা প্রতীকে মাত্র ২০ ভোট পড়ে। রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার সজল কুমার সরকার এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের দেয়া তথ্যে দেখা যায়, বৃ-বড়ভাগ এবতেদায়ি মাদরাসা কেন্দ্রে মোট ভোটার ৮৯৫ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৭২৩ জন। এরমধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে মাত্র ২০টি। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন ঘোড়া প্রতীকে ৩৯৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন লিটনের মোটরসাইকেল প্রতীকে ২৬ ভোট, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. নওয়াব উদ্দিন খান পাঠানের আনারস প্রতীকে তিন ভোট ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ চশমা প্রতীকে ২৬২ ভোট পান।

বোকাইনগর এ ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে ভোট প্রদান করেন ১৮ হাজার ৭০০ জন। শতকরা হার ৭৫.৪৮ শতাংশ। বিজয়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন ঘোড়া প্রতীকে সাত হাজার ২৭৬ ভোট (স্বতন্ত্র, আ’ লীগ বিদ্রোহী) পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ চশমা প্রতীকে চার হাজার ৯০৮ ভোট পান। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন লিটনের মোটরসাইকেল প্রতীকে এক হাজার ৪৬২ ভোট, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. নওয়াব উদ্দিন খান পাঠানের আনারস প্রতীকে এক হাজার ৯১৮ ভোট পান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ