করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কোম্পানীগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে এহসানুল ইসলাম নামে ১৩ বছরের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুলাই) ভোর রাতে উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এহসানুল একই গ্রামের শামসুল হকের ছেলে ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র এবং এবারের জেএসসি পরীক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বৃষ্টি নামতে পারে এমন আশঙ্কা থেকে ধান ক্ষেতে জমিনের পানি ছেড়ে দেওয়ার কাজ করছিলেন বাবা শামসুল হক ও ছেলে এহসানুল ইসলাম । সেময় হঠাৎ বজ্রপাত হলে ছেলে এহসানুল ঘটনাস্থলেই মারা যান ও বাবা শামসুল হক কিছুটা আহত হন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের মুঠোফোনে ফোন দিলে তিনি তা রিসিভ করেন নি।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ